Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

(১) প্রশাসনিক (বদলি/ পদায়ন) (২) স্বাস্থ্য সেবা প্রদান, মনিটরিং, সুপারভিশন ও মূল্যায়ন (৩) স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম (৪) সকল প্রকার মেডিকেল ফিটনেস, সার্টটিফিকেট এবং হজ্জ গমনেছু যাত্রীদের শারীরিক পরীক্ষার সনদ এবং ভ্যাকসিন প্রদান। (৫) প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সমুহ পরিদর্শন এবং লাইসেন্স প্রদানে সহায়তা প্রদান (৬) চাহিদা অনুযায়ী মেডিকেল টিম গঠন পূর্বক প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান (৭) প্রধান সংক্রামক রোগ সমূহের বিরুদ্ধে টিকার বাবস্থা গ্রহণ(ই পি আই কর্মসূচী বাস্তবায়ন) (৮) জনস্বাস্থ্যর মান উন্নয়নে পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন (৯) পরিবেশের মান উন্নয়নে স্যানিটেশন , পরিষ্কার পরিছন্নতা স্যানিটারি বিভাগ কতক ভেজাল খাদ্য প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা বাস্তবায়ন (১০) আঞ্চলিক এনাডেমিক রোগসমূহের নিবারণ ও নিয়ন্ত্রণ  (১১) অত্যাবশ্যকীয় ঔষধের বাবস্থা গ্রহণ (১২)প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়  চিকিৎসা সহায়তা প্রদান (১৩) স্বাস্থ্য অধিদপ্তর / মন্ত্রণালয়  করতিক গৃহীত প্রকল্প / কর্মসূচী বাস্তবায়ন (১৪) স্বাস্থ্য বিভাগীয় রিপোর্ট / তথ্য ইত্যাদি চাহিদা মোতাবেক প্রদান (১৫) স্বাস্থ্য বিভাগীয় দরপত্র বিষয়ক কাজ (১৬) নিরাপদ রক্ত পরিসঞ্ছালন ও ল্যাবরেটরিতে পরীক্ষা নিরিক্ষা বিষয়ক কাজ ।